ইউক্রেনকে বিতর্কিত বোমা দেওয়ার পক্ষে বাইডেন

0

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনকে বিতর্কিত গুচ্ছ বোমা বা ক্লাস্টার বোমা দেওয়ার কথা ইতিমধ্যে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ইউক্রেনকে এ অস্ত্র দেওয়ার পক্ষেই সাফাই গাইলেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তাকে এ সিদ্ধান্ত নিতে কিছু সময় লেগেছে। কিন্ত ইউক্রেনের গোলাবারুদ শেষ হয়ে যাচ্ছে- এমন কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের প্রশংসা করেছেন ইউক্রেনের নেতা। অন্যদিকে, মস্কো ওয়াশিংটনের এমন পদক্ষেপের কড়া নিন্দা জানিয়েছে। ১২০টির বেশি দেশে ক্লাস্টার বোমা নিষিদ্ধ। গতকাল শুক্রবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, ইউক্রেনকে এ অস্ত্র দেওয়ার ব্যাপারে তিনি তার মিত্রদের সঙ্গে কথা বলেছেন। এ ছাড়া শুক্রবার হোয়াইট হাউসের ব্রিফিংয়ে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ইউক্রেনের পক্ষ থেকে বেসামরিক মানুষের সম্ভাব্য ক্ষতি কমিয়ে আনার বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ ছাড়া যুদ্ধে রাশিয়া ক্লাস্টার বোমা ব্যবহার করছে। সুলিভান আরও বলেন, ইউক্রেন প্রতিশ্রুতি দিয়েছে তারা অন্য দেশের ভূখণ্ডে এই অস্ত্র ব্যবহার করবে না। দেশটির সেনারা শুধু নিজেদের সীমানায় পাল্টা আক্রমণ চালাতে এটা ব্যবহার করবে।

Share.