বুধবার, জানুয়ারী ১

ইউক্রেনীয় শিশুদের সহায়তায় নোবেল পদক বিক্রি রুশ সাংবাদিকের

0

ডেস্ক রিপোর্ট: রুশ হামলায় ক্ষতিগ্রস্ত শিশুদের পুনবার্সনের জন্য শান্তিতে নোবেল বিজয়ী রুশ সাংবাদিক দিমিত্রি মুরাটভ তার পদকটি নিলামে বিক্রি করেছেন। এক প্রতিবেদনে ভয়েস অব আমেরিকা জানায়, নোবেল পদক বিক্রির অর্থ ইউক্রেনীয় শিশুদের পুনবার্সনের জন্য সরাসরি জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান ইউনিসেফকে দিবেন দিমিত্রি মুরাটভ। গত বছরের অক্টোবরে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হন দিমিত্রি মুরাটভ। তিনি রাশিয়ার স্বাধীন সংবাদপত্র ‘নোভায়া গাজেটা’-র সহ-প্রতিষ্ঠাতা। ১৯৯৩ সালে সাবেক রুশ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচভের নোবেল শান্তি পুরস্করের অর্থ দিয়ে এটি প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর সেনাবাহিনীদের নিয়ে অপপ্রচার বন্ধে নতুন একটি আইন পাস করে রুশ পার্লামেন্ট। তারপরই নোভায় গাজেটাসহ বহু আন্তর্জাতিক সংবাদমাধ্যম রাশিয়ায় নিজেদের কার্যক্রম গুটিয়ে নেয়। নোবেল পুরস্কার বিক্রয়ের সিদ্ধান্ত সম্পূর্ণ নিজের বলে জানিয়েছেন দিমিত্রি মুরাটভ। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নোবেল পুরস্কার বিক্রয়ের সব অর্থ ইউক্রেনীয় শিশুদের কল্যাণে দিয়ে দিবেন। এর মাধ্যমে শরণার্থী শিশুদের ভবিষ্যতের সুযোগ দেওয়া হবে। এ ছাড়া, যুদ্ধের কারণে উদ্বাস্তু শিশুদের নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন বলে জানান তিনি। হেরিটেজ অকশন নামে একটি নিলাম প্রতিষ্ঠান দিমিত্রি মুরাটেভের পুরস্কারের সম্পূর্ণ ফ্রিতে নিলামটি পরিচালনা করে। ১৯০১ সালে চালু হওয়া নোবেল পুরস্কারে গত বছর পর্যন্ত প্রায় এক হাজার মানুষ পদার্থ, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য ও শান্তিতে ভূষিত হয়েছেন। এখনও পর্যন্ত নিলামে সবচেয়ে বেশি দামে নোবেল পুরস্কার বিক্রি হয় জেমস ওয়াটসনের। তার পদকটি ৪ দশমিক ৭৬ মার্কিন ডলারে বিক্রি হয়।

 

Share.