ডেস্ক রিপোর্ট: ইউক্রেনের বিদায়ী রাষ্ট্রদূত আন্দ্রে মেনলিক নিষিদ্ধের দাবি তুলেছেন জার্মানির রক্ষণশীল দলের এমপি ইয়েন্স লেহম্যান। ইয়েন্স লেহম্যান জার্মানির মধ্য-ডানপন্থী জোট থেকে নির্বাচিত যা বর্তমানে জার্মানির সবচেয়ে বড় রাজনৈতিক দল। জার্মানির রক্ষণশীল দলের এমপি ইয়েন্স লেহম্যান বলেছেন, ইইক্রেনের বিদায়ী রাষ্ট্রদূত জার্মান চ্যান্সেলর ওলাফ শোলযের সঙ্গে দেখা করে যে সমস্ত কথা বলেছেন সেগুলো অত্যন্ত আক্রমণাত্মক; এজন্য তাকে জার্মানিতে নিষিদ্ধ করা উচিত। জার্মানির এই এমপি আরো বলেন, যে ব্যক্তি জার্মানিতে ইউক্রেনের প্রতিনিধি হিসেবে কাজ করছেন তার জানা থাকা উচিত যে, জার্মানি কি পরিমাণে মানবিক, অর্থনৈতিক, এবং সামরিক সহায়তা দিয়েছে। এরপরেও প্রতিনিয়ত ইউক্রেন জার্মানির নীতি এবং এর রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অভিযোগ করে চলেছে। দীর্ঘদিন ধরে জার্মানিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত আন্দ্রে মেনলিক চলমান ইউক্রেন-রাশিয়ার সংঘাত নিয়ে জার্মানি এবং এর কর্মকর্তাদের অবস্থানের সমালোচনা করে আসছেন। মেনলিক জার্মান চ্যান্সেলর ওলাফ শোলযকে পর্যন্ত সমালোচনা করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জুলাই মাসে মেনলিককে রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন এবং ধারণা করা হচ্ছে তাকে উপ পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হবে। তবে তিনি এখনো দেশে ফিরে যান নি; জার্মানিতে অবস্থান করছেন। ইয়েন্স লেহম্যান ইউক্রেনের এই রাষ্ট্রদূতকে জার্মানিতে অবাঞ্ছিত ঘোষণা করেছেন এবং তাকে দ্রুত দেশে ফেরত পাঠানোর জন্য বার্লিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
ইউক্রেনের প্রতিনিধিকে নিষিদ্ধের দাবি জার্মান এমপির
0
Share.