সোমবার, জানুয়ারী ১৩

ইউক্রেনের বিমান ইঞ্জিন অ্যাসেম্বল কারখানায় রাশিয়ার হামলা

0

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনের দক্ষিণ-পূর্ব জাপোরিঝিয়া অঞ্চলে মোটর সিচ প্লান্টে বিমানের ইঞ্জিন অ্যাসেম্বল করার ওয়ার্কশপে হামলা চালিয়ে সেটি ধ্বংস করার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বার্তাসংস্থা আনাদুলু। রুশ প্রতিরক্ষামন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ‘মোটর সিচ প্রতিরক্ষা শিল্প সত্তার ওপর রাশিয়ান এরোস্পেস বাহিনীর একটি উচ্চ-নির্ভুল আক্রমণের ফলে ইউক্রেনীয় কারখানা ধ্বংস হয়েছে। কারখানায় ইউক্রেন তাদের বাহিনীর জন্য জঙ্গি বিমানের ইঞ্জিন অ্যাসেম্বল করতো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ইগর কোনাশেনকভের একটি ভিডিও ব্রিফিংয়ের সময় ওয়ার্কশপে বিমান হামলার কথাও উল্লেখ করা হয়েছিল। রাশিয়া ও ইউক্রেনের পাশাপাশি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) রবিবার ভোরে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের খবর পাওয়ায় এই উন্নয়ন ঘটে। রাশিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সি তাস জানিয়েছে, প্ল্যান্টে ১৫টি বিস্ফোরণ রেকর্ড করা হয়েছে বলে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের সহযোগী রোজেনারগোঅতমের উপদেষ্টা রেনাত কারচা দাবি করেছেন। ইউক্রেনের পরমাণু সংস্থা এনারগোতম পরে দাবি করেছে, রুশ সামরিক বাহিনী ১২ বার প্লান্টের মধ্যে স্থাপনাগুলিতে আঘাত করেছে। আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে গোলাবর্ষণ বন্ধ করার আহ্বান জানিয়ে বলেছেন, ‘এর পিছনে যারাই আছে, অবিলম্বে এটি বন্ধ করতে হবে। আমি আগেও অনেকবার বলেছি, আপনারা আগুন নিয়ে খেলছেন।’

Share.