ডেস্ক রিপোর্ট: গত বছর ইউক্রেনের বিমান বিধ্বস্তের ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। একইসঙ্গে ওই ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে তিন কোটি মার্কিন ডলার বরাদ্দের কথাও জানান তিনি। ২০২০ সালের ৮ জানুয়ারি ভুলবশত ইউক্রেনের বিমান ভূপাতিতের ঘটনায় নিহতদের স্মরণে বুধবার তেহরানের ঐতিহাসিক আজাদি স্কয়ারে প্রতীক সম্বলিত প্রদর্শনীর আয়োজন করা হয়। ওই ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করার পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণের দেয়ার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেন, বেদনাদায়ক ঐ ঘটনার শুরু থেকেই আমরা জড়িতদের বিচারের মুখোমুখি করার কথা বলে আসছি। এবং অবশ্যই তা করা হবে। আমরা নিহতদের পরিবারকে এক লাখ ৫০ হাজার মার্কিন ডলার করে ক্ষতিপূরণ দিতে বরাদ্দ দিয়েছি। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদী হঠকারিতার কারণে ইউক্রেনের যাত্রীবাহী বিমানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছিলো বলে দাবি করেছে আইআরজিসি। এক বিবৃতিতে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে, যুক্তরাষ্ট্রের এমন আচরণের কঠিন প্রতিশোধ নেয়া হবে বলে উল্লেখ করা হয়। গতবছর ৮ জানুয়ারি তেহরানে বিমান বিধ্বস্তের ঘটনায় ১৭৬ জন নিহত হন। এদিকে, বিশ্বকে নিজেদের সক্ষমতা দেখাতে স্মরণকালের মধ্যে সবচেয়ে বড় সামরিক ড্রোন মহড়া করেছে ইরানের সেনাবাহিনী। মঙ্গলবার শুরু হওয়া দুই দিনব্যাপী এ মহড়ায় উন্নতমানের সব ড্রোন ও নিজস্ব প্রযুক্তিতে তৈরি চালকবিহীন বিমান প্রদর্শন করা হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ড্রোনগুলো শত্রুদের স্থাপনায় প্রবেশ করে আত্মঘাতী হামলা চালাতে সক্ষম।
ইউক্রেনের বিমান বিধ্বস্তে জড়িতদের বিচারের প্রতিশ্রুতি ইরানের
0
Share.