ডেস্ক রিপোর্ট: সোভিয়েত ইউনিয়ন থেকে ইউক্রেনের স্বাধীন হওয়ার আজ ৩১ বছর। বুধবার (২৪ আগস্ট) স্বাধীনতা দিবস পালন করছে দেশটির মানুষ। এদিকে, স্বাধীনতা দিবসের দিন ও ইউক্রেনে রুশ হামলার ছয় মাস পূর্ণ একইদিন। আর এসময়ও রাশিয়া থেকে আক্রমণের হুমকি পাওয়ায় স্বাধীনতা দিবস উদযাপন অনেকটাই ম্লান হয়ে গেছে। স্বাধীনতা দিবসের আগেরদিন রাতে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার উস্কানির বিষয়ে সতর্ক করে বলেন, ‘আমরা আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ হুমকির বিরুদ্ধে লড়ছি আর এটি এমন এক সময়ে যখন আমরা জাতীয় ঐক্যের সর্বোচ্চ স্তর অর্জন করেছি’। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী কিয়েভে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে এবং যুদ্ধের সামনের সারিতে থাকা পূর্বাঞ্চলীয় শহর খারকিভে কারফিউ বলবৎ রয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে এ পর্যন্ত কয়েক হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন। এছাড়া যুদ্ধে দেশটির ৪ কোটি ১০ লাখ জনসংখ্যার এক তৃতীয়াংশেরও বেশি ঘরবাড়ি ছাড়তে বাধ্য হন। ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় রাশিয়া। ১৯৯১ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়ন ভেঙে বের হয়ে আসে ইউক্রেন। গণভোটে ইউক্রেনের নাগরিকরা স্বাধীনতার পক্ষে রায় দেন। সেই থেকে ২৪ আগস্ট স্বাধীনতা দিবস পালন করে আসছে ইউক্রেন।
ইউক্রেনের স্বাধীনের ৩১ বছর আজ
0
Share.