বুধবার, জানুয়ারী ১

ইউক্রেনের ৯৬টি আর্টিলারি ইউনিট ধ্বংস করেছে রুশ সেনা

0

ডেস্ক রিপোর্ট রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট-জেনারেল ইগর কোনাশেনকভ রোববার এক ব্রিফিংয়ে বলেছেন, রাশিয়ার বিমান এবং আর্টিলারি সৈন্যরা গত ২৪ ঘন্টায় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ৯৬টি আর্টিলারি ইউনিটকে ফায়ারিং পজিশনে আঘাত করেছে। ‘রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র, আর্টিলারি এবং বিমান বাহিনীর সৈন্যরা গত ২৪ ঘন্টায় ইউক্রেনীয় সেনাবাহিনীর ৯৬টি আর্টিলারি ইউনিটকে ফায়ারিং পজিশনে আঘাত করেছে, সেইসাথে ৭৩টি এলাকায় সেনা এবং সামরিক হার্ডওয়্যারে হামলা করেছে, এছাড়াও রাশিয়ান সৈন্যরা জাপোরোজিয়ে অঞ্চলে দুটি ইউক্রেনীয় ব্রিগেডের গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে, তিনি বলেছিলেন। ‘১১ তম আর্টিলারি ব্রিগেডের গোলাবারুদ ডিপো এবং ইউক্রেনীয় সেনাবাহিনীর ৬৫ তম যান্ত্রিক ব্রিগেড জাপোরোজিয়ে অঞ্চলের তেমিরভকা এবং প্রিওব্রাজেঙ্কা বসতি এলাকায় ধ্বংস করা হয়েছিল,’ কোনাশেনকভ বলেছেন।

Share.