ডেস্ক রিপোর্ট: রুশ সেনাদের সামরিক অভিযান পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার উদ্দেশে আকস্মিক এক সফরে ইউক্রেন গিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৌইগু। রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, ইউক্রেনের দক্ষিণ এবং কেন্দ্রীয় সেনাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী। গতকাল শনিবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, দোনবাস ও অন্যান্য অঞ্চলে বেসামরিক নাগরিক ও স্থাপনার ওপর ইউক্রেনের সেনাদের সম্ভাব্য রকেট হামলা মোকাবেলায় রুশ সেনাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন প্রতিরক্ষামন্ত্রী। এছাড়া, চলমান সামরিক অভিযানে সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য কর্নেল জেনারেল আলেকজান্ডার লাপিন এবং মেজর জেনারেল আসাদুল্লাহ আবাচেভকে ‘গোল্ড স্টার’ পদকে ভূষিত করেন প্রতিরক্ষামন্ত্রী। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই এক ডিক্রিতে ওই দুই সেনা কর্মকর্তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকে ভূষিত করার ডিক্রিতে স্বাক্ষর করেছিলেন।
ইউক্রেনে আকস্মিক এক সফরে রুশ প্রতিরক্ষামন্ত্রী
0
Share.