ইউক্রেনে যুদ্ধের মধ্যেই পারমাণবিক ক্ষেপণাস্ত্রের মহড়া চালাল রাশিয়া

0

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের মধ্যেই পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র হামলার মহড়া চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। রাশিয়া নিজেই সামনে এনেছে এই তথ্য। বৃহস্পতিবার (৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৪ মে) রাশিয়া জানিয়েছে, ইউক্রেনে মস্কোর চলমান অভিযানের মধ্যে রুশ সামরিক বাহিনী পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র হামলার অনুশীলন করেছে। রাশিয়ার কালিনিনগ্রাদের একটি এলাকায় কৃত্রিম এই পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলার মহড়া চালানো হয়। গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো। এএফপি বলছে, ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ৭০তম দিনে এসে পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলার মহড়া চালানোর ঘোষণা দিলো রাশিয়া। প্রায় আড়াই মাসের এই যুদ্ধে হাজারও মানুষ নিহত হয়েছেন এবং ঘর-বাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়েছেন এক কোটি ৩০ লাখেরও বেশি মানুষ। আর এতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় শরণার্থী সংকটের সৃষ্টি হয়েছে। ‘বাল্টিক সাগরের তীরবর্তী ছোট একটি শহর কালিনিনগ্রাদ। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্র পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যে অবস্থিত এই অঞ্চলটি রাশিয়ার একটি ছিটমহল। বুধবার এখানেই কৃত্রিম পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলার মহড়া চালায় রুশ সামরিক বাহিনী।’ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যে অবস্থিত বাল্টিক সাগরের এই ছিটমহলে কৃত্রিম ‘ইলেক্ট্রনিক লঞ্চ’-র মাধ্যমে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ইস্কান্দার ভ্রাম্যমাণ ব্যালিস্টিক মিসাইল হামলার অনুশীলন করেছে সামরিক বাহিনী।

 

Share.