ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যদের আত্মসমর্পণের আহ্বান জেলেনস্কির

0

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। গতকাল শনিবার সন্ধ্যা (২৪ সেপ্টেম্বর) যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে নিয়মিত ভাষণ দেন জেলেনস্কি। ইউক্রেনে যুদ্ধরত রুশ সামরিক বাহিনীর সদস্যদেরকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন তিনি। জেলেনস্কি রুশ বাহিনীর উদ্দেশ্যে আত্মসমর্পণ প্রসঙ্গে বলেন, `আপনার সঙ্গে সভ্য আচরণ করা হবে।… আপনাদের আত্মসমর্পণের পরিস্থিতি কেউ জানবে না।‘ তিনি আরও বলেন, ইউক্রেনের হামলায় নিহত হওয়ার চেয়ে তাদের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করা ভালো। এছাড়া, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের নাগরিকদের মৃত্যুর মুখে পাঠাচ্ছেন বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

Share.