ইউক্রেনে সেনা সমাবেশের সিদ্ধান্তে ত্রুটি স্বীকার রাশিয়ার

0

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনে নতুনভাবে আরও সেনা সমাবেশের ঘটনায় ক্ষেত্রে কিছু ত্রুটি রয়েছে বলে স্বীকার করেছে রাশিয়া। গতকাল সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র এ ত্রুটির কথা স্বীকার করে নেন বলে। ‘‘ডিক্রি লংঘনের কিছু ঘটনা ঘটেছে। সব ত্রুটি ঠিক করে নেওয়া হচ্ছে,” বলেছেন পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ডিক্রিতে কেবল সামরিক বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন রিজার্ভ সদস্যদের ডাকার কথা থাকলেও একাধিক খবরে বাহিনীতে কাজের অভিজ্ঞতা নেই, বেশি বয়সী ও প্রতিবন্ধী ব্যক্তিদেরও ডাকা হয়েছে বলে জানা গেছে। গত সপ্তাহে পুতিনের সেনা সমাবেশের ঘোষণার পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানান, তারা রিজার্ভ থেকে সর্বোচ্চ তিন লাখ লোককে ডাকবেন। ক্রেমলিনের মূল ওয়েবসাইটে পুতিনের ডিক্রির যে সংস্করণ প্রকাশিত হয়েছে, তাতে রিজার্ভ থেকে কত সৈন্য নেওয়া হবে তার সুনির্দিষ্ট সংখ্যা না থাকায় সরকারবিরোধী একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে ১০ লাখের মতো সৈন্য নেওয়া হতে পারে বলে ধারণা দেওয়া হয়। এরপরই রাশিয়ার বিভিন্ন অংশে সেনাসমাবেশবিরোধী প্রতিবাদ দানা বাধে। পুতিনের সেনাসমাবেশের ঘোষণার পর রাশিয়াজুড়ে বিভিন্ন সমাবেশবিরোধী বিক্ষোভ থেকে দুই হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। সোমবার এক ব্রিফিংয়ে পুতিনের মুখপাত্র পেসকভ তাদের প্রক্রিয়ায় কিছু ভুল থাকার কথা স্বীকার করে নিয়ে বলেছেন, “পরিস্থিতি শুধরে নিতে কিছু অঞ্চলের গভর্নররা সক্রিয়ভাবে কাজ করছেন।” দেশের কোথাও জরুরি অবস্থা জারি হয়েছে কিনা কিংবা সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে কিনা, সে বিষয়ে অবগত নন বলেও জানান ক্রেমলিনের এ ঊর্ধ্বতন কর্মকর্তা। গত ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেইনে সেনা পাঠানোর আগে রাশিয়া প্রতিবেশী দেশটির সীমান্তের কাছে এক লাখ ৯০ হাজারের মতো সেনা জড়ো করেছিল।

Share.