সোমবার, ডিসেম্বর ২৩

ইউরোপে ডিমে ‘বিষ’ মেশানোর অভিযোগ প্রমাণিত

0

ডেস্ক রিপোর্ট: নেদারল্যান্ডস ও বেলজিয়ামের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ডিমে বিষ মেশানোর অভিযোগ প্রমাণিত হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা ডিম জীবাণুমুক্ত করার নামে এতে বিষাক্ত ফিপ্রোনিল কেমিকেল মিছিয়েছে। যার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছে মুরগি খামারিরা। বুধবার নেদারল্যান্ডের আরনেম শহরের আদালতে তাদের বিরুদ্ধে থাকা অভিযোগ প্রমাণিত হলে আদালত প্রতিষ্ঠান দুটিকে দোষি সাব্যস্ত করে। আড়াই বছর আগে ইউরোপের ১২০ জন মুরগি খামারি নেদারল্যান্ডস ও বেলজিয়ামের প্রতিষ্ঠান দুটির মালিকের বিরুদ্ধে মামলা করেছিল৷ মামলায় ক্ষতিপূরণও দাবি করেছিলেন তারা এর আগে, ২০১৭ সালে তাদের বিরুদ্ধে ওই অভিযোগ আনা হয়। এতে বলা হয়, ডিমের জীবানু ধ্বংসের নামে তারা এতে মাছি ও উকুন মারার কীটনাশক ছিটিয়েছে। প্রতিষ্ঠান দুটো ইউক্যালিপটাস এবং মেন্থল মিশিয়ে তৈরি করা নিরাপদ জীবাণুনাশক বলে চালিয়ে দিলেও সেই ওষুধে আসলে ফিপ্রোনিল থাকে৷ এর ফলে তখন ৩০ লাখের বেশি মুরগি মেরে ফেলতে হয়েছিল। ধ্বংস করা হয়েছিল কোটি ডিম। ইউরোপের ২৫ টি দেশ ও হংকংয়ের বাজার থেকে লক্ষ লক্ষ ডিম ফিরিয়ে নিয়ে নষ্ট করতে বাধ্য হন মুরগি খামারি। ২০১৭ সালে চিকফ্রেন্ড এবং চিকক্লিনের দুই নির্বাহীকে গ্রেফতার করা হলেও পরে মামলা নিষ্পত্তির আগ পর্যন্ত তারা জামিনে মুক্তি পান।

Share.