সোমবার, জানুয়ারী ২৭

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত-১০

0

ডেস্ক রিপোর্ট: ইকুয়েডরে একটি কারাগারে দাঙ্গায় কমপক্ষে ১০ জনের প্রাণহানি হয়েছে। শুক্রবারের এই দাঙ্গার পর কারাগারগুলোতে প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। সহিংসতাপূর্ণ দেশটির কারাগার গত বছর এমন ঘটনায় প্রায় চারশ আসামি নিহত হয়। কারাগারে ছড়িয়ে পড়া আগের দাঙ্গার ঘটনার পরিকল্পনাকারী সন্দেহভাজন দুই আসামিকে কঠোর নিরাপত্তা বেষ্টিত অন্য কারাগারে নেয়া হচ্চিল। সরকারের তরফে এমন কথা জানানোর পরপরই রাজধানী কুইটোর উত্তরে অবস্থিত আল ইনকা কারাগারে সহিংসতা বেঁধে যায়। পুলিশ কমান্ডার ভিক্টর হেরারা সাংবাদিকদের বলেন, প্রচুর নিরাপত্তা কর্মী মোতায়েন করায় কারাগারটি বর্তমানে নিরাপদ রয়েছে। এদিকে ফরেনসিক বিভাগের কর্মীরা নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করেছে। নিহতদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। প্রেসিডেন্টের দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, দুই আসামিকে অন্য কারাগারে নেয়াকে কেন্দ্র করে এ সহিংসতা ছড়িয়ে পড়ে। দুই আসামির একজন হলো লস লবোস অপরাধী চক্রের নেতা জনাথন বার্মুদেজ। সে আল ইনকা কারাগারে ছড়িয়ে পড়া আগের দাঙ্গার সঙ্গে জড়িত ছিল। অপর এক টুইটে প্রেসিডেন্ট কারাগার প্রাঙ্গন ও করিডোরে দুই আসামির হাত বাধা ও মাথা নিচু করে থাকা ছবি পোস্ট করেন।

Share.