মঙ্গলবার, ডিসেম্বর ২৪

ইঘালোর জোড়ায় এফএ কাপের শেষ আটে ম্যানইউ

0

স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় সারির দল ডার্বি কাউন্টিকে ৩-০ গোলে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওদিওন ইঘালোর জোড়া গোলে হারের তেতো স্বাদ পেয়েছে ম্যানইউর সর্বকালের শীর্ষ গোলদাতা ওয়েন রুনি। এই মৌসুমে ডার্বিতে যোগ দেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। ম্যানইউ শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হবে নরউইচ সিটির, প্রিমিয়ার লিগের তলানির দলটি গত বুধবার টাইব্রেকারে হারায় টটেনহাম হটস্পারকে। ডার্বির শুরুটা ভালো ছিল। কিন্তু ওলে গুনার সোলশারের ফুটবলাররা ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ৩৩ মিনিটে লুক শর গোলে। ম্যানইউ ডিফেন্ডারের শট মাটিতে লাফিয়ে গোলকিপার কেলে রুসের মাথার ওপর দিয়ে জালে জড়ায়। এরপর শ ইঘালোর প্রথম গোলে অ্যাসিস্ট করেন। বিরতির চার মিনিট আগে ইউনাইটেড ২-০ গোলে এগিয়ে যায়। চীনের সাংহাই সিনহুয়ার থেকে ধারে ওল্ড ট্রাফোর্ডে এসেছেন ইঘালো। ৩০ বছর বয়সী নাইজেরিয়ান স্ট্রাইকার দ্বিতীয়বার একাদশে নেমে করলেন জোড়া গোল। ৭০ মিনিটে ফিরে আসা বলে বাঁপায়ে শট নেন এবং জাল কাঁপান। দুই ম্যাচ একাদশে নেমে তিন গোল করা ইঘালো বলেছেন, ‘আমার ওপর সতীর্থ, কোচ ও ভক্তদের যতদিন আস্থা আছে, আমি ততদিন সব বাধা পেরিয়ে এগিয়ে যেতে চাই।’ এমএলএস ক্লাব ডিসি ইউনাইটেড থেকে ডার্বিতে আসা রুনি ৩৬ মিনিটে দারুণ একটি সুযোগ নষ্ট করেন। অ্যাটাকিং মিডফিল্ডারের ফ্রি কিক আঙুলের ছোঁয়ায় রুখে দেন ইউনাইটেড কিপার সের্হিয়ো রোমেরো। আগামী রবিবার প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বি খেলার আগে এ জয় আত্মবিশ্বাস বাড়ালো ইউনাইটেডকে।

Share.