ইচ্ছামতো আততায়ী হত্যা চালাচ্ছে ইসরায়েল: সৌদি প্রিন্স

0

ডেস্ক রিপোর্ট: কাঠোর ভাষায় ইসরায়েলের সমালোচনা করেছেন সৌদি আরবের একজন প্রভাবশালী প্রিন্স তুর্কি আল-ফয়সাল। রোববার আঞ্চলিক একটি ফোরামে ইহুদিবাদী রাষ্ট্রটিকে ‘পশ্চিমাদের উপনিবেশিক একটি শক্তি’ বলেও মন্তব্য করেছেন সৌদি গোয়েন্দা সংস্থার সাবেক এই প্রধান। খবর ডেইলি মেইলের। সৌদি আরবের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা এই প্রিন্স জোরালোভাবেই ফিলিস্তিনের পক্ষে সমর্থন ব্যক্ত করেন। রোববার বাহরাইনের রাজধানীতে মানামা ডায়ালগ সিকিউরিটি ফোরামে নিজের এই অবস্থানের কথা ব্যক্ত করেন প্রিন্স আল-ফয়সাল। মাত্র কয়েক মাস আগেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। দুটি আরব দেশের এ ধরনের পদক্ষেপকে তখন ‘পিঠে ছুরিকাঘাত’ বলে মন্তব্য করেছিল ফিলিস্তিনিরা। সৌদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করলেও সাম্প্রতিক সময়ে তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সম্মেলনে সৌদি প্রিন্স একেবারে চাঁচাছোলা ভাষায় বলেন, যতক্ষণ স্বাধীন ফিলিস্তিন না হচ্ছে, ততক্ষণ ইসরায়েল যেন আরব দুনিয়ার আর কোনও দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন না করে। বিরল এক সমালোচনায় প্রিন্স আল-ফয়সাল অভিযোগ করে বলেন, ইসরায়েল নিজেকে একটি ‘ছোট, অস্তিত্ব হুমকির ‍মুখে এমন একটি দেশ হিসেবে চিহ্নিত করেছে, যাদের অস্তিত্ব নির্মূলে তাদের রক্তপিসাপু খুনীরা ঘিরে রেখেছে। অথচ তারা সৌদির বন্ধু হতে চায়। ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ ও বহু গ্রাম ধ্বংস করেছে বলেও উল্লেখ করেন সৌদি প্রিন্স। তিনি বলেন, সামান্যতম নিরাপত্তা অভিযোগ তুলে কম বয়সী ফিলিস্তিনি যুবক-যুবতী, নারী ও পুরুষকে কনসেন্ট্রেশন ক্যাম্পে আটকে রাখা হয়েছিল, যারা এখনও বিচার পায়নি। সৌদি এই প্রিন্স আরও বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষ ‘নিজেদের ইচ্ছামতো ঘরবাড়ি ধ্বংস করছে এবং যাকে খুশি তাকে আততায়ী হামলায় হত্যা করছে’। ওই সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আসকেনাজি। আসকেনাজি বলেন, সৌদি প্রতিনিধির মন্তব্যে তিনি ক্ষুব্ধ। মধ্যপ্রাচ্যে পরিবর্তন আসছে। সৌদির প্রতিনিধির কথায় তার ছাপ নেই। তার মতে, শান্তিচুক্তি না হওয়ার জন্য ফিলিস্তিন দায়ী। বিকল্প দুইটি। ফিলিস্তিনকে সমস্যার সমাধান মেনে নিতে হবে, না হলে এ রকম দোষারোপ চালিয়ে যেতে হবে।

Share.