ইজতেমায় আরও তিন মুসল্লির মৃত্যু

0

ঢাকা অফিস: গাজীপুরের টঙ্গীতে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে চলছে ধর্মীয় বয়ানসহ নানা আনুষ্ঠানিকতা। আজ শনিবার বাংলাদেশ সময় সকালে ফজরের নামাজের পর আগত মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন পাকিস্তানের মাওলানা আব্দুর রহমান। বাংলাদেশ সময় সকাল ১০ টায় বয়ান শুরু করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। বিগত বছরগুলোর চেয়ে এবারের ইজতেমায় বেশী সংখ্যক মুসল্লির অংশগ্রহণ করায় মূল ইজতেমা ময়দান ছাড়িয়ে সড়ক, সড়ক দ্বীপ এবং ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন অনেক মুসল্লি। প্রচণ্ড শীত ও কনকনে হিমেল হাওয়া উপেক্ষা করে ধর্মীয় বয়ান শুনছেন তারা। বাংলাদেশ সময় গতরাতে আরও তিন মুসল্লির মৃত্যূ হয়েছে। এনিয়ে এবারের ইস্তেমায় সাত মুসল্লির মৃত্যু হলো। বাংলাদেশ সময় ফজরের নামাজের পর তাদের দুই জনের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সময় গতরাতে মৃত্যূবরণকারী মুসল্লিরা হলেন, রাজশাহীর আব্দুর রাজ্জাক, কুমিল্লার আব্দুল তমিজ, ব্রাহ্মণবাড়িয়ার মো: শাহজাহান। ইস্তেমা আয়োজক জহির ইবনে মুসলিম জানান, আজ বাংলাদেশ সময় বাদ যোহর মাওলানা ইসমাইল, বাদ আসর ভারতীয় মাওলানা জুহাইরুল হাসান, এবং বাদ মাগরিব মাওলানা ইব্রাহিম দেওলা বয়ান করবেন। এবার ইজতেমায় সার্বিক নিরাপত্তায় সাড়ে ৮ হাজার পুলিশের পাশাপাশি র‌্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। তবে মুসল্লিদের সমাগম বেশি হওয়ায় বাইরে অবস্থানরত হাজার হাজার মুসল্লি ভোগান্তিতে পড়েছেন। ওযুধ, গোসলসহ দৈনন্দিন কাজে তাদের সমস্যায় পড়তে হচ্ছে।

Share.