শনিবার, ডিসেম্বর ২৮

ইতালিতে করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ৮১ হাজার ২২৮

0

ডেস্ক রিপোর্ট:  মহামারী করোনায় ইতালিতে আক্রান্তের সংখ্যা দুই লাখ ছুয়েছে। গত একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৫৬ জন। এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ২২৮ জনে। অবশ্য সোমবারের আক্রান্তের সংখ্যা অন্যান্য দিনের চেয়ে অনেক কম জানিয়ে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার (২০ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি জানান, করোনায় ২৪ ঘণ্টায় ৪৫৪ জনের মৃত্যু হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা ২৪ হাজার ১১৪ এ পৌঁছলো। একই দিনে সুস্থ হয়েছে ১ হাজার ৮২২ জন, এনিয়ে ইতালিতে করোনা থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৪৮ হাজার ৮৭৭ জন। বোরেল্লি আরও বলেন, ইতালিতে করোনার কবল থেকে বাচাতে সরকার সব ধরণের চেষ্টা করছে। করোনা সংক্রমণ রোধে দেশটিতে লকডাউনের সময় ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এর আগে জরুরি কারণে কিছু কিছু এলাকায় লকডাউন তুলে নেওয়া হতে পারে ।দেশটির প্রায় ৬ কোটি নাগরিকদের সব ধরনের সুযোগ সুবিধা, খাদ্যসামগ্রীর নিশ্চয়তার জন্য সামরিক বাহিনীর সদস্যরা কাজ করছেন। এ ছাড়া অর্থনৈতিক জীবন চাকা সচল রাখতে প্রত্যেকের জন্য বোনাস ঘোষণা করেছে ইতালি সরকার।

Share.