ডেস্ক রিপোর্ট: মহামারি করোনাভাইরাস মোকাবিলায় অবহেলার অভিযোগে ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে, স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা ও দেশটির উত্তর লম্বার্ডির রাজ্য সরকারপ্রধান অ্যাটিলিও ফন্টানার বিরুদ্ধে মামলা দায়ের করার কথা জানিয়েছেন করোনায় মৃতের স্বজনেরা। করোনায় মৃতের স্বজনেরা বুধবার এ মামলা করার ঘোষণা দেন। তাদের অভিযোগ, সরকারের অবহেলার কারণে ইতালিতে করোনা ছড়িয়েছে। এ জন্য তারা ১০০ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দাবি করেছেন। প্রতিবেদনে বলা হয়, মৃতদের অন্তত ৫০০ জন আত্মীয় একজোট হয়ে এ মামলা করছেন। তাদের কথায়, সরকারের করোনাভাইরাস মোকাবিলায় অবহেলার কারণে তাদের প্রিয়জনদের মৃত্যু হয়েছে।উৎপত্তিস্থল চীনের উহানের পরেই ইতালিতে দ্রুত সংক্রমিত হয়েছিল করোনা। দেশটি রীতিমতো মৃত্যুপুরিতে পরিণত হয়।
ইতালির প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা হচ্ছে
0
Share.