ইদলিবের নাগরিকদের জীবন রক্ষা করতে হবে: রুহানি

0

ডেস্ক রিপোর্ট: সিরিয়ার ইদলিবে সন্ত্রাসীদের নির্মূলের লক্ষ্যে দেশটির সেনাবাহিনীর চলমান অভিযান থেকে বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। সম্প্রতি তিনি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এ আহ্বান জানান। ইদলিবে সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়ার সেনা অভিযানে অন্তত ৩৪ জন তুর্কি সেনা নিহত হওয়ার পর পরিস্থিতি যখন চরম উত্তপ্ত হয়ে রয়েছে তখন এ টেলিফোনালাপ অনুষ্ঠিত হলো। এ সময়ে প্রেসিডেন্ট রুহানি বলেন, “ইদলিবে যখন ভয়ঙ্কর সন্ত্রাসীদের উপস্থিতি রয়েছে এবং নিরপরাধ বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা করারও প্রয়োজন রয়েছে তখন সেখানে সেনাবাহিনীর চলমান অভিযান একটি জটিল পরিস্থিতি তৈরি করেছে।” এ অবস্থায় সিরিয়ার সংঘাত বন্ধে আস্তানা শান্তি প্রক্রিয়ার ধারাবাহিকতায় ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন হাসান রুহানি।তিনি তেহরানে এই তিন দেশের শীর্ষ নেতাদের পরবর্তী বৈঠক আয়োজনের প্রস্তুতির কথা ঘোষণা করে বলেন, সিরিয়ার চলমান সংকট সমাধানে ত্রিদেশীয় প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। আস্তানা শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ইরানের প্রেসিডেন্ট রুহানি, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে সর্বশেষ শীর্ষ বৈঠক ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে আঙ্কারায় অনুষ্ঠিত হয়েছিল। টেলিফোনালাপে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, সিরিয়া সংকট সমাধানে এ পর্যন্ত ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং রাজনৈতিক সংলাপের মাধ্যমেই কেবল এ সংকটের সমাধান সম্ভব। তিনি ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অনেক মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, এই রোগ নির্মূলে তেহরানকে সব রকম সহযোগিতা করতে আঙ্কারা প্রস্তুত রয়েছে।

Share.