বাংলাদেশ থেকে পিরোজপুর জেলা প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে বাবুই পাখির বাসা ভাঙা ও ছানা নিধনের অপরাধে ভ্রাম্যমান আদালত তিন কৃষককে কারাদন্ড প্রদান করেছেন।সোমবার (১২ এপ্রিল) দুপুরে পিরোজপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বীক্রম চাকমা ঘটনাস্হল পরিদর্শন করে বাবুই পাখি নিধনের বিষয়টির সত্যতা মিললে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন কৃষককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। এসময় তিনি শনিবার বিকালেসহ বিভিন্ন সময় বাবুই পাখির বাসা ভাঙা ও ছানা হত্যার অপরাধে উপজেলার ভবানিপুর গ্রামের কৃষক লুৎফর রহমানকে ১৫ দিন, শুনীল বেপারীকে ৭ দিন ও শুনীল মিস্ত্রীকে ৩ দিনের কারাদন্ড প্রদান করেন। আদালত বন্য প্রাণী সংরক্ষণ আইনে এ দন্ড প্রদান করেন। এ বিষয়ে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান,গত শনিবার ভবানিপুর গ্রামের কয়েক জন কৃষক তাদের জমির ধান খাওয়ায় তারা পাশের তাল গাছের বাবুই পাখির বাসা ভাঙা ও ছানা নিধনের অভিযোগে ওই তিন কৃষককে আদালত দন্ড বিভিন্ন মেয়াদে জেল প্রদান করেন। প্রাপ্তদের জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।উল্লেখ্য, উপজেলার ভবানিপুর গ্রামের হেমায়েত হোসেন মোল্লাসহ কয়েক জন কৃষক জমিতে বোরো ধান চাষ করেন। কিন্তু গত কয়েক দিন ধরে বাবুই পাখিসহ বিভিন্ন প্রজাতির পাখি তাদের জমির ধান খেয়ে ফেলছে।এতে ক্ষিপ্ত হয়ে রাগে ওই কৃষক তার ছোট ভাই লুৎফর রহমানকে ধানক্ষেতের পাশের দু’টি তাল গাছে থাকা বাবুই পাখির প্রায় দেড় শতাধিক বাসা ভেঙে পাখিগুলো মেরে ফেলার জন্য বলেন।তার নির্দেশ অনুযায়ী লুৎফর রহমান গত শনিবার স্থানীয় সুভাসসহ দু’জনকে সাথে নিয়ে তাল গাছে থাকা বাবুই পাখির বাসাগুলো ভেঙে ফেলে ছানাগুলো মেরে পাশের খালে ফেলা দেয়।
ইন্দুরকানীতে বাবুই পাখির বাসা ভাঙা ও ছানা নিধনের অপরাধে তিন কৃষককে ভ্রাম্যমাণ আদালতের জেল
0
Share.