ডেস্ক রিপোর্ট: ইন্দোনেশিয়ার একটি তেল শোধনাগারে হঠাৎ দেখা গেল আগুনের উল্কা (ফায়ারবল)। অগ্নিকাণ্ডের ফলে হঠাৎ এই ফারায়বল দেখার পর স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।স্থানীয় সময় সোমবার ভোরে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় একটি রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা এখনও জানা যায়নি।এ ঘটনা বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা আহত হয়েছে। এক হাজারেরও বেশি মানুষকে ওই স্থান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।শোধনাগারের পার্শ্ববর্তী এক বাসিন্দা বলেন, প্রথমে আমরা তেলের বিকট গন্ধ পাই। সে গন্ধ এতই প্রকট ছিল যে নিশ্বাস বন্ধ হয়ে আসছিল। এরপর বজ্রপাতের মতো শব্দ আর আলো দেখতে পাই।স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত গুরুতর দগ্ধ ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও অল্প দগ্ধ হওয়া ১৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে্টএকটি সংস্থার এক কর্মকর্তার সরবরাহকৃত ভিডিওতে দেখা গেছে, শোধনাগারটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ভিডিওতে বিস্ফোরণের শব্দও শোনা গেছে।ভিডিওতে ঘটনার ভয়বহতার প্রত্যক্ষদর্শী একজনকে ‘আল্লাহু আকবার’ বলে দৌড়ে সরে যেতে দেখা গেছে।প্রসঙ্গত, এই ব্যালোঙ্গান শোধনাগারটি রাষ্টীয় জ্বালানি সংস্থা পার্টামিনার অন্যতম বড় তেল শোধনাগার।
ইন্দোনেশিয়ার তেল শোধানাগারে হঠাৎ আগুনের উল্কা, আতঙ্ক
0
Share.