সোমবার, ডিসেম্বর ২৩

ইন্দোনেশিয়ায় ৫৩ যাত্রী নিয়ে ডুবোজাহাজ নিখোঁজ

0

ডেস্ক রিপোর্ট: ইন্দোনেশিয়ার নৌবাহিনীর একটি ডুবোজাহাজ ৫৩ যাত্রী নিয়ে নিখোঁজ হয়েছে।বুধবার (২১ এপ্রিল) বালি দ্বীপের উত্তরে ডুবোজাহাজটি মহড়া দিচ্ছিল। কিন্তু এটি আর ফিরতে সক্ষম হয়নি। এমনকি নৌযানটি থেকে কোনো যোগাযোগের বার্তাও আসেনি।
দেশটির সামরিক বাহিনীর প্রধান বলেন, কেআরআই নানাগালা-৪০২ নৌযাটি খুঁজে বের করতে যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে।অনুসন্ধানে সহায়তা করতে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের সহায়তা চেয়ে ফোন করেছে কর্তৃপক্ষ। বুধবার ভোরে বালি উপকূল থেকে ৬০ মাইল দূরে পানিতে জার্মানির নির্মিত ডুবোজাহাজটি নিখোঁজ হয়।বার্তা সংস্থা এএফপিকে ফার্স্ট এডমিরাল জুলিয়াস উইডজোজোনো বলেন, বর্তমানে সামমেরিনটির খোঁজে তল্লাশি চালাচ্ছে নৌবাহিনী। আমরা জানি, ওই স্থানটি অনেক গভীর।ইন্দোনেশিয়ার পাঁচটি সাবমেরিনের মধ্যে এটি একটি। ১৯৭০-এর দশকে এটি নির্মাণ করা হয়েছিল।পরবর্তীতে দক্ষিণ কোরিয়ায় এটি দুই বছর ধরে মেরামত করা হয়, যা শেষ হয়েছে ২০১২ সালে।

Share.