ইমরান খান শারীরিকভাবে সুস্থ আছেন, সাক্ষাতের পর জানালেন বোন

0

ডেস্ক রিপোর্ট: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান সুস্থ আছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার সাথে দেখা করার পর ইমরানের বোন উজমা খান এ কথা জানান। তবে তাকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে বলেও জানান তিনি। সাক্ষাতের পর আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উজমা খান বলেন, ‘আমার বোনদের (আলিমা খান এবং নওরীন খান) সাথে পরামর্শের পর আমি বিস্তারিত আপডেট দেব।’ এর আগে ইমরান খানের বোন উজমা খানকে মঙ্গলবার আদিয়ালা কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যায়। কারাগারে ইমরানের মৃত্যুর গুজবের মধ্যে তার দলের পরিকল্পিত বিক্ষোভের আগেই এই অনুমতি দেওয়া হয়। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের খবর অনুযায়ী, উজমা খানকে জানানো হয়েছিল যে তাকে জেল প্রাঙ্গণের ভেতরে ইমরান খানের সাথে দেখা করার অনুমতি দেওয়া হবে। উজমা খান জানান, ‘অবশেষে সাক্ষাতের অনুমতি’ (ইমরান খানের সঙ্গে) পেয়ে তিনি খুশি এবং কারাগার থেকে ফিরে আসার পর গণমাধ্যমের সাথে কথা বলবেন। এদিকে, আদিয়ালা কারাগারের আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় আদিয়ালা জেল রোডে আরও পাঁচটি চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে।

Share.