ঢাকা অফিস: বর্তমান করোনা ভাইরাসের প্রর্দুভাবের কারনে সীমিত বেতনে চাকুরী করা পিরোজপুরের মসজিদে কর্মরত ইমাম ও মুয়াজ্জিনদের বেতন ভাতা বন্ধ থাকায় পিরোজপুরে অসহায় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন! পিরোজপুর জেলার পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। আজ শনিবার শহরের সি-অফিস মোড়ে মসজিদের ৫০জন ইমাম ও মুয়াজ্জিনদের হাতে নগত অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দেন, পরে ইমাম মুয়াজ্জিন গন দেশেরবতর্মান পরিস্থিতির উত্তরন কামনা করে দোয়া মোনাজাত করেন,করোনা ভাইরাস সংক্রমণের কারনে ইমাম মুয়াজ্জিন দের জন্য মানবতার হাত বাড়িয়ে দেওয়ায় সুধী সমাজ এর প্রশংসা কুড়িয়েছেন পিরোজপুর জেলা পুলিশ সুপার হায়াতুল স্কুল।
ইমাম ও মুয়াজ্জিনদের হাতে নগত অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দিলেন পুলিশ সুপার
0
Share.