ইরাকে ফের মার্কিন বিমান হামলা: নিহত- ৬

0

ডেস্ক রিপোর্ট: ইরাকের রাজধানী বাগদাদে আবারও হামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানপন্থি শিয়া আধাসামরিক বাহিনীর একটি গাড়িবহরে মার্কিন এ বিমান হামলায় ৬ জন নিহত ও আরও অন্তত ৩ জন আহত হয়েছে। শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে বাগদাদের উত্তরে ক্যাম্প তাজির কাছে এ হামলা হয় বলে ইরাকি সেনাবাহিনীর কর্মকর্তারা নিশ্চিত করেছেন। হামলায় বহরের তিনটি গাড়ির দুটিই ভস্মীভূত হয়ে যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হামলায় নিহতরা সবাই পপুলার মবিলাইজেশন ফোর্সের (পিএমএফ)। সশস্ত্র এ মিলিশিয়া বাহিনীর ভেতর ইরানপন্থি শিয়াদের বিভিন্ন সংগঠন কাজ করে। শুক্রবার ভোরে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলেমানির সঙ্গে কমান্ডার আবু মাহদি আল মুহান্দিসসহ পিএমএফর ৬জনও নিহত হয়েছিল। তাজি ক্যাম্পের কাছে মার্কিন বিমান হামলায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে পিএমএফ-ও। নিহতরা সবাই বাহিনীর চিকিৎসক দলের সদস্য ছিলেন, বলেছে তারা।

Share.