ইরাকে মার্কিন সামরিক বহরে বোমা হামলা

0

ডেস্ক রিপোর্ট:  ইরাকের রাজধানী বাগদাদের পশ্চিমে আবুগ্রাইব এলাকায় মার্কিন সামরিক বহরে বোমা হামলার ঘটনা ঘটেছে।গতকাল (শুক্রবার) আবুগ্রাইব এলাকায় রাস্তার পাশে পেতে রাখা বোমার সাহায্য হামলা চালানো হয় বলে স্থানীয় গণমাধ্যম ও ইরানি সংবাদ মাধ্যম পার্সটুডে জানিয়েছে।কয়েকটি সূত্র জানায়, ব্যাবিলন প্রদেশের মহাসড়কে পেতে রাখা বোমা মার্কিন সেনাদের একটি বহরে আঘাত করেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।এছাড়া দেশটির বসরা এবং দিহি কার শহরকে সংযোগকারী মহাসড়কে গতকাল মার্কিন সেনাদের আরেকটি বহরে বোমা হামলার ঘটনা ঘটেছে।ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বহরে গত ২৪ ঘণ্টায় মোট পাঁচটি হামলা হয়েছে। বৃহস্পতিবারও ইরাকে বিদেশি সেনাদের দুটি বহরে একইভাবে হামলা হয়।গত বছরের ৩ জানুয়ারি বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসির কুদসের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনীর হাশদ আশ-শাবির সেকেন্ড ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে মার্কিন বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে হত্যা করা হয়। এরপর থেকে ইরাকে মার্কিন বাহিনীর ওপর কিছুদিন পর পরই হামলার ঘটনা ঘটছে।

Share.