ডেস্ক রিপোর্ট: ইরানের ‘অ্যাঞ্জেলিনা জোলি’ খ্যাত নারী শাহার তাবারকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। তাবারের একজন আইনজীবী এ কথা জানিয়েছেন। তাবারের একজন আইনজীবী সাঈদ দেহঘান বলেন, তিনি তার মক্কেলের ১০ বছরের কারাদণ্ডের কথা শুনেছেন। তবে রায়ের আনুষ্ঠানিক কপি তারা পাননি বলে জানিয়েছেন দেহঘান। তাবারের আসল নাম ফাতেমা খিশভান্দ। ২০১৯ সালে আরও তিনজন নারী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের তাকে গ্রেপ্তার করা হয়। ২০১৭ সালে সর্বপ্রথম আলোচনায় আসেন তাবার। ওই সময় নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে নিজের বিকৃত চেহারা ছবি দিতে থাকেন তিনি। তবে অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়ার আগে তার ৪ লাখ ৮৬ হাজারের বেশি অনুসারী ছিল। ইরানের একজন প্রখ্যাত সাংবাদিক ও বিরোধী অধিকারকর্মী মাসিহ আলিনেজাদ ডেইলি মেইলকে বলেছেন, তিনি তাবারের আইনজীবীর সঙ্গে কথা বলেছেন। তাবারকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানান আলিনেজাদ। তাবারের বিরুদ্ধে ‘দুর্নীতিতে উৎসাহ’ দেয়ার অভিযোগ আনা হয়েছে বলে জানান তিনি। তাবারের সাহায্যে এগিয়ে আসতে হলিউডের তারকা অ্যাঞ্জোলিনা জোলিকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শুক্রবার এক টুইটও করেছেন আলিনেজাদ। তিনি বলেন, অ্যাঞ্জোলিনা জোলির মতো হতে মেকআপ ও ফটোশপের সাহায্য নেয়া ইরানি ইন্সটাগ্রামারকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। শাহার তাবারের বয়স মাত্র ১৯ বছর। নিজের মজার কারণে এখন সে জেল খাটছে। মেয়েকে মুক্ত করতে তার মা প্রতিদিন কান্নাকাটি করছেন। প্রিয় অ্যাঞ্জোলিনা! আপনি আওয়াজ তুলুন।
ইরানি ‘অ্যাঞ্জোলিনা জোলি’র ১০ বছরের কারাদণ্ড
0
Share.