শনিবার, নভেম্বর ২৩

ইরানের সঙ্গে চীনের ২৫ বছরের চুক্তি হচ্ছে আজ

0

ডেস্ক রিপোর্ট: ইরানের সঙ্গে ২৫ বছর মেয়াদি বাণিজ্য ও সামরিক সহযোগিতা চুক্তি করতে আজ (শনিবার) তেহরান যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।ইরানি গণমাধ্যম পার্সটুডের খবরে বলা হয়, শুক্রবার (২৬ মার্চ) রাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এক টিভি চ্যানেলকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এ তথ্য জানান।খাতিবজাদে বলেন, ইরান ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে এ চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে।তিনি আরও জানান, সফরে চীনা পররাষ্ট্রমন্ত্রী ইরানের গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তার সঙ্গেও বৈঠক করবেন। দুই দেশের মধ্যে আড়াই দশক মেয়াদি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করার মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতা কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হবে।চুক্তির কেন্দ্রীয় চালিকাশক্তি হবে অর্থনৈতিক সহযোগিতা। এছাড়া, এ চুক্তিতে চীনের বেল্ট এন্ড রোড পরিকল্পনায় ইরানের অংশগ্রহণের কথা বলা হয়েছে বলেও জানান খাতিবজাদে। এছাড়া দুই দেশের বেসরকারি খাতের মধ্যে ব্যাপকভিত্তিক সহযোগিতা গড়ে তুলতেও তেহরান ও বেইজিং সম্মত হয়েছে। সম্প্রতি চীনের সঙ্গে ইরানের ২৫ বছর মেয়াদি খসড়া চুক্তির সই হয়। যা মন্ত্রিসভা অনুমোদন করেছে। চুক্তি স্বাক্ষরের বাকি পর্যায়গুলো সম্পাদনের দায়িত্ব ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেয়া হয়েছে।

Share.