ইরানে নৌবাহিনীর এক জাহাজের ভুলে আরেক জাহাজডুবি, কয়েক ডজন মৃত্যুর আশঙ্কা

0

ডেস্ক রিপোর্ট: ইরানে সামরিক অনুশীলনের সময় ভুলক্রমে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিজেদেরই এক জাহাজ ডুবিয়ে দিয়েছে ইরানের নৌবাহিনী। এতে কয়েক ডজন সেনার মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার হরমুজ প্রণালীর কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। সরকারের পক্ষ থেকে এখনো ঘটনাটি নিশ্চিত করা হয়নি। অনলাইন টিআরটি ওয়ার্ল্ড জানায়, রোববার ভুলক্রমে সামরিক অনুশীলনের সময় নিজেদের এক জাহাজে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করে একটি ইরানি রণতরী। এতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। তবে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, দুই জাহাজের মধ্যে দুর্ঘটনায় এক সেনার মৃত্যু হয়েছে। বার্তা সংস্থাটি দুর্ঘটনাটিকে ‘সংঘর্ষ’ হিসেবে বর্ণনা করেছে।স্থানীয় সাংবাদিকদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নতুন একটি জাহাজ-বিরোধী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছিল ইরানি রণতরী জামরান।ভুলক্রমে জাহাজটি তাদের পরীক্ষার সময় নৌবাহিনীর কোনারাক নামের একটি ‘লজিস্টিক্যাল’ জাহাজকে আঘাত করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনায় আহত সেনাদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে, টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, জামরান থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রটি একটি সি-৮০২ নুর ক্ষেপণাস্ত্র ছিল। রুশ সংবাদমাধ্যমটি প্রাথমিক প্রতিবেদনের বরাত দিয়ে জানায়, হামলায় কোরানাকের কমান্ডার মারা গেছেন। এর আগে গত জানুয়ারিতে ভুলক্রমে একটি ইউক্রেনীয় যাত্রীবাহী বিমান ভূপাতিত করেছিল ইরানের রেভুলিউশনারি গার্ড কর্পস। ওই দুর্ঘটনায় বিমানটির ১৭৬ আরোহীর সকলে মারা যান।

Share.