ডেস্ক রিপোর্ট: ইরান ইস্যুতে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় (আইএইএ) নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ইউরোপকে এ সতর্ক বার্তা দেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ পথ বেছে নেওয়ার ব্যাপারে আমরা আমাদের পশ্চিমা মিত্রদেরকে সতর্ক করে বলেছি, এই ধরনের পথ বেছে নিলে তাতে নেতিবাচক প্রভাব পড়বে বেশি। গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের তিন দেশ ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি ইরানকে ১৫ দিনের সময় দিয়ে বলেছে, এই সময়ের ভেতরে ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়নের পথে ফিরে না এলে তাদের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে। কিন্তু ইরান ইউরোপের তিন দেশের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। বলেছে, পরমাণু সমঝোতার ধারা অনুসারেই এ সমঝোতা বাস্তবায়ন স্থগিত করেছে ইরান এবং তেহরান এ সমঝোতা বাতিল নয় বরং স্থগিত করেছে। এর অন্য পক্ষগুলো সমঝোতা বাস্তবায়ন করলে ইরানও তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবে। গতকাল মস্কোয় বার্ষিক সংবাদ সম্মেলনে রাশিয়ার ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউরোপীয় দেশগুলোর পদক্ষেপকে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন। যখন ইরান এবং আমেরিকার মধ্যে প্রচণ্ড সামরিক উত্তেজনা চলছে তখন ইউরোপের তিন দেশ তেহরানের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। ২০১৮ সালের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নিলে সমঝোতা নিয়ে মারাত্মক অচলাবস্থার সৃষ্টি হয়। এর এক বছর পর গত মে মাসে ইরান পরমাণু সমঝোতার কিছু ধারা বাস্তবায়ন স্থগিত করে। সম্প্রতি আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার পর ইরান পরমাণু সমঝোতা বাস্তবায়ন পুরোপুরি স্থগিত করে।
ইরান ইস্যুতে ব্রিটেন-ফ্রান্স-জার্মানিকে রাশিয়ার হুঁশিয়ারি
0
Share.