ইলন মাস্ককে হটিয়ে শীর্ষ ধনী বার্নার্ড আরনল্ট

0

ডেস্ক রিপোর্ট:  ইলেকট্রিক গাড়ি, মহাকাশ অভিযানের ব্যবসার থেকে বর্তমানে টুইটারে বেশি মনযোগী ইলন মাস্ক। এমন আশঙ্কা জাঁকিয়ে বসেছে বিনিয়োগকারীদের মনে। সে কারণে টেসলার মতো সংস্থার শেয়ার বিক্রি করে দিচ্ছেন তারা। কমছে কোম্পানির স্টকের দর। এর ফলে শীর্ষ ধনীর তকমাটা হারাতে হলো বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব ইলন মাস্ককে। তার জায়গাটা দখল করেছেন বিশ্বের অন্যতম বড় বিলাসবহুল ফ্যাশন সংস্থা লুই ভিটনের কর্ণধার বার্নার্ড আরনল্ট। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী, বর্তমানে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ বা ১৬৪ বিলিয়ন মার্কিন ডলার বা ১৩.৫৫ লাখ কোটি টাকা। অন্যদিকে বার্নার্ড আর্নল্টের মোট সম্পদ ১৭১ বিলিয়ন মার্কিন ডলার বা ১৪.১২ লাখ কোটি টাকা। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ইলন মাস্কের টেসলার শেয়ার একদিনেই ৬.৫ শতাংশ হ্রাস পেয়েছে। সংস্থার বাজার মূলধন $৫০০ বিলিয়নেরও কমে নেমে এসেছে। সে কারণেই মাস্কের মোট সম্পদের পরিমাণে এত পতন। এদিকে শীর্ষ ধনির তালিকায় ভারতের ব্যবসায়ী গৌতম আদানি তিন নম্বরেই রয়েছেন। তার মোট সম্পদের পরিমাণ ১২৫ বিলিয়ন মার্কিন ডলার বা ১০.৩২ লাখ কোটি টাকা। চলতি বছরে বিশ্বের ১০ ধনীতম ব্যক্তির সিংহভাগের সম্পদই কমেছে। কিন্তু গৌতম আদানির নেট ওয়ার্থ বেড়েই চলেছে। বিশেষজ্ঞদের ধারণা, গৌতমের সম্পদ এই হারে বাড়তে থাকলে আগামী বছর বিশ্বের ধনীতম ব্যক্তির স্থান তিনিই দখল করতে পারেন। সেক্ষেত্রে প্রথম কোনো ভারতীয় বিশ্বসেরা ধনীদের তালিকায় শীর্ষ স্থানে পৌঁছাবেন।

Share.