বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

ইসরাইলি পরমাণু স্থাপনার কাছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

0

ডেস্ক রিপোর্ট: ইসরাইলের গোপন পরমাণু স্থাপনার কাছে সিরিয়ার একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ ঘটনায় পাল্টা হামলা চালিয়েছে তেল আবিব।বৃহস্পতিবার ভোরে ইসরাইলের গোপন পরমাণু স্থাপনা দিমোনার কাছে সিরিয়ার ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এ ঘটনায় পারমাণবিক চুল্লির আশপাশের এলাকায় সতর্ক সঙ্কেত বেজে ওঠে বলে রয়টার্স জানিয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, এর প্রতিক্রিয়ায় তারা সিরিয়ার ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালিয়েছে। যে স্থাপনা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরাইলে আঘাত হেনেছে সেখানেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।সিরিয়ার সামরিক বাহিনীর একজন দলত্যাগী সদস্য রয়টার্সকে জানিয়েছেন, ইসরাইলিরা দামেস্কের প্রায় ৪০ কিলোমিটার উত্তরপূর্বে দুমাইর শহরের কাছে কয়েকটি এলাকায় বিমান হামলা চালিয়েছে। ওই এলাকাগুলোতে ইরান সমর্থিত মিলিশিয়াদের অবস্থান আছে বলে জানিয়েছেন তিনি।সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, রাজধানী দামেস্কের আশপাশের এলাকাগুলো লক্ষ্য করে চালানো ইসরাইলি হামলা প্রতিরোধ করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী।সম্প্রতি ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় অন্তর্ঘাতমূলক হামলার পর তেহরান ইসরাইলকে দায়ী করে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করে।তাই এ ঘটনার পরপরই ইসরাইলি গণমাধ্যম ধারণা করতে থাকে যে, ইরান এ ঘটনায় জড়িত।

Share.