ডেস্ক রিপোর্ট: ইসরায়েলে চলমান সহিংসতার বিষয়ে এবার মুখ খুলল ফ্রান্স। সংঘর্ষের চারদিন পর সোমবার (১০ মে) এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উভয়পক্ষকে সর্বোচ্চ সংযত হতে হবে। উত্তেজনা কাটিয়ে শিগগিরই জেরুজালেমে শান্তি নিয়ে আসতে হবে। বিবৃতিতে বলা হয়, এই সংঘর্ষের দ্রুত ফয়সালা হওয়া উচিত। তবে ফিলিস্তিনিদের ওপর হামলা ও গাজায় রকেট হামলার ব্যাপারে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে তারা কোনো বিবৃতি দেয়নি। তাবে এসব ঘটনায় তার ‘উদ্বেগ’ প্রকাশ করেছে। বিবৃতিতে তারা জানায়, অন্য দেশের বিরুদ্ধে কথা বলা অভিবাসন নীতির সঙ্গে সম্পৃক্ত। তাছাড়া আন্তর্জাতিক আইনেও তা সমর্থন করে না।
তারা এও জানায়, সকল প্রকার সহিংসতা অগ্রহণযোগ্য ও ঘৃণ্য তা অবিলম্বে বন্ধ করা উচিত। মঙ্গলবার (১১ মে) সকাল পর্যন্ত ইসরায়েলি হামলায় ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরমধ্যে ৯ জন শিশু। এছাড়া ৮২২ জন আহত হয়েছেন। আল-আকসা মসজিদ মুসলমানদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। তবে ইহুদিরা জায়গাটিকে তাদের নিজেদের উপাসনালয় হিসেবে দাবি করে। ১৯৬৭ সালে আরব-ইসরায়েলের যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল। এরপর ১৯৮০ সালে পুরো জেরুজালেম তাদের নিয়ন্ত্রণে চলে আসে। যা এখনও আন্তর্জাতিক সম্প্রদায় থেকে স্বীকৃতি পায়নি।
ইসরায়েলি সহিংসতায় এবার মুখ খুলল ফ্রান্স
0
Share.