বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

ইসরায়েলের কাছ থেকে হামলার শিক্ষা নিয়েছে বিএনপি: শেখ হাসিনা

0

ঢাকা অফিস: দেশে গণতন্ত্র অব্যাহত আছে বলেই উন্নয়ন দৃশ্যমান হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ আছে বলেই দেশের উন্নয়নের ধারা অব্যাহত আছে। সোমবার (১৩ নভেম্বর) খুলনায় আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়ে এসব বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিএনপি মানে সন্ত্রাসী কর্মকাণ্ড, বিএনপি মানে মানুষ পুড়িয়ে মারা। এর আগেও তারা নির্বাচন ঠেকাতে মানুষ পুড়িয়ে মেরেছিলো। শেখ হাসিনা বলেন, ক্ষমতায় থাকাকালে তারেক দুর্নীতি করে যে টাকাগুলো কামাই করেছিলো সেগুলো এখন লন্ডনে বসে খরচ করছে আর ওখান থেকে জ্বালাও পোড়াও করার নির্দেশ দিচ্ছে। শেখ হাসিনা বলেন, বিএনপির চরিত্র কোনোদিনই বদলাবে না। তারা ইসরায়েলের কাছ থেকে শিক্ষা নিয়েছে হামলা করার। কারণ ইসরায়েল হাসপাতালে পর্যন্ত হামলা চালিয়েছে। এই বিএনপি অ্যাম্বুলেন্সের ওপর হামলা করে তেমনি অন্তঃসত্ত্বা নারীকে পুড়িয়ে মেরেছিলো। এইভাবে মানুষ পোড়ানে শুরু করেছিলো ২০১৩ সালে।

Share.