বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

ইসরায়েলের বিলোপ চাওয়ার মানে ইহুদি নির্মূল নয়: খামেনি

0

ডেস্ক রিপোর্ট: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইহুদিদের নির্মূল নয়, সব ধর্মের মানুষ মিলে ইসরায়েলের ভবিষ্যৎ নির্মাণ করুক এমনটা চায় তেহরান। শুক্রবার (১৫ নভেম্বর) তেহরানে এক সম্মেলনে খামেনি এসব কথা বলেন। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে অস্বীকার করে আসছে ইরান। সবসময় ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধাদের সমর্থন দেয় তারা। অন্যদিকে ইসরায়েল দাবি করে, তাদের রাষ্ট্রের বিলোপ চায় তেহরান। ইরানকে মধ্যপ্রাচ্যে তাদের প্রধান শত্রুও মনে করে তেল আবিব। আয়াতুল্লাহ খামেনি বলেন, ‘ইসরায়েল রাষ্ট্রের বিলোপ চাওয়ার মানে ইহুদি জনগণের বিলোপ চাওয়া নয়। তাদের সঙ্গে আমাদের কোনও বিরোধ নেই। ওই ভূখণ্ডের ভবিষ্যৎ নিয়ে ওখানকার খ্রিষ্টান, মুলসিম ও ইহুদিসহ ফিলিস্তিনি জনগণের সিদ্ধান্ত নেওয়া উচিত।’ তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনি ভূখণ্ডের মালিক হচ্ছে সেখানকার প্রকৃত অধিবাসীরা, তারা মুসলমান, খ্রিষ্টান বা ইহুদি যাই হোক না কেন। প্রকৃত অধিবাসীদের অধিকার রয়েছে ফিলিস্তিনের সরকার নির্বাচন করার এবং নেতানিয়াহুর মতো বহিরাগতকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে দেশ পরিচালনা করার।’ ইরানের সর্বোচ্চ এ নেতা বলেন, কোনও ধরনের কুণ্ঠাবোধ না করেই অতীতের মতো ভবিষ্যতেও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও সহযোগিতা দিয়ে যাবে তেহরান। অন্য মুসলিম দেশগুলোর উচিত ফিলিস্তিনিদের প্রকি অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা দেওয়া।

 

Share.