রবিবার, নভেম্বর ২৪

ইসরায়েলের মারাকাভা ট্যাংক ধ্বংস করল হিজবুল্লাহর যোদ্ধারা

0

ডেস্ক রিপোর্ট: ইসরাইলের আরও একটি ট্যাংক ধ্বংস হয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা। গতকাল বৃহস্পতিবার ইসরাইলের একটি মারকাভা ট্যাংক ধ্বংস করা হয়। হামলায় তারা ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইসরাইলের ব্রানিত গ্যারিসনে হিজবুল্লাহ যোদ্ধারা এই হামলা চালিয়েছে। এর বাইরে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলি সেনাদের আরো দুটি অবস্থানে হামলা চালায়। এসব হামলায় গাইডেড মিসাইল ব্যবহার করা হয়েছে এবং ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানে। হিজবুল্লাহ এক বিবৃতিতে স্পষ্ট করে বলেছে, গাজার জনগণের সমর্থনে এবং হামাস ও জিহাদ আন্দোলনের যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে এসব হামলা চালানো হয়। গত ৭ অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধারা গাজা থেকে ইসরাইলের ভেতরে নজিরবিহীন সফল অভিযান চালানোর পর ইসরাইল গাজার ওপর ব্যাপক মাত্রায় বর্বরতা চালিয়ে আসছে। এ সময় থেকে লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলি সেনাদের সংঘর্ষ হচ্ছে।

Share.