ডেস্ক রিপোর্ট: ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে ইহুদি বসতিতে নির্মাণাধীন সিনাগগের গ্যালারি ধসে ২ জন নিহত এবং একই সময় আরও দেড় শতাধিক আহত হয়েছেন।রোববার (১৬ মে) ওই সিনাগগে একটি অনুষ্ঠান চলাকালে এ দুর্ঘটনা ঘটে। এর আগে গত ২৯ এপ্রিল উত্তর ইসরায়েলে একটি ধর্মীয় উৎসবে ৪৫ জন ইহুদি মারা গিয়েছিল। যা দেশটির ইতিহাসের সবচেয়ে মারাত্মক নাগরিক বিপর্যয়।জেরুজালেমের উত্তরাঞ্চলের জিভাত জেভ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইহুদিদের শব্বাত উৎসব উপলক্ষে নির্মাণাধীন সিনাগগটিতে জড়ো হয়েছিলেন কট্টর অর্থোডক্স ইহুদিদের কয়েকশ মানুষ।পুলিশ জানিয়েছে, রোববার (১৬ মে) ছুটির দিনে শব্বাত উপলক্ষে প্রায় সাড়ে ৬শ’ অতি রক্ষণশীল ইহুদি অধিকৃত পশ্চিম তীরের জিভাত জেভের ওই উপাসনালয়ে প্রার্থনার জন্য জড়ো হয়েছিলেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রার্থনার জন্য আসা ইহুদিদের আগেই সতর্ক করা হয়েছিল উপাসনালয়টি নিরাপদ নয় এবং যেকোনো সময় এটি ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। তা সত্ত্বেও সেখানে ধারণ ক্ষমতার অতিরিক্ত প্রার্থনাকারীকে প্রবেশ করানো হয়।এদিকে ইসরায়েলের জাতীয় জরুরি চিকিৎসা, দুর্যোগ, অ্যাম্বুলেন্স ও ব্লাড ব্যাংক সেবা প্রতিষ্ঠান মেগান ডেভিড অ্যাডমের মুখপাত্র চ্যানেল ১৩ কে জানায়, এ ঘটনা ১৫৭ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। নিহত ২ জনের মধ্যে একজন বয়স ৫০ বছর ও অন্য জনের বয়স ১২ বছর।অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ঘটনাস্থলে সহায়তার জন্য চিকিৎসক ও উদ্ধারকারী সেনা পাঠিয়েছে। সেনা হেলিকপ্টারের মাধ্যমে আহতদের হাসপাতালে নেয়া হয়।এ বিষয়ে জেরুসালেমের পুলিশ প্রধান ডোরোন তুর্গম্যান বলেন, অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। অপরাধীদের গ্রেপ্তার করা হতে পারে।উল্লেখ্য, শব্বাত হলো ইহুদিদের বসন্তের ফসল কাটার উৎসব। ইহুদি পঞ্জিকা অনুযায়ী এ দিন মুসা নবীকে সিনাই পর্বতে মহান আল্লাহর পক্ষ থেকে তাওরাত কিতাব দেয়া হয়েছিল। এ দিন সারারাত জেগে ইহুদিরা তাওরাত পাঠ করে থাকেন।
ইসরায়েলে উপাসনালয়ে দুই ইহুদি নিহত
0
Share.