বুধবার, জানুয়ারী ২২

ইয়াবাসহ আটক- ১

0

বাংলাদেশ থেকে কক্সবাজার জেলা প্রতিনিধি:  রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ তল্লাশী চালিয়ে অভিনব কায়দায় বিস্কুটের প্যাকেটে লুকিয়ে সরবরাহকালে ইয়াবাসহ এক কারবারিকে আটক করেছে। শনিবার দিবাগত রাতে রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি আবু আব্দুল্লাহ’র নেতৃত্বে একদল পুলিশ কক্সবাজারগামী সিএনজি যাত্রীকে তল্লাশী করে বিস্কিটের প্যাকেটে কৌশলে লুকানো ৪ হাজার ৫’শ পিস ইয়াবাসহ লালমনিরহাটের মো: রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে। রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি জানান, আটক ব্যক্তির থলে তল্লাশি করার সময় শুধু বিস্কুটের প্যাকেটই দেখা যায়। তবে তল্লাশিকালে ইয়াবার গন্ধ পাচ্ছিল পুলিশ। অবশেষে ব্যাপক তল্লাশির পর ইয়াবা মেলে বিস্কুটের ওইসব প্যাকেটের ভেতর।

Share.