বুধবার, জানুয়ারী ২২

ইয়াবাসহ সোনারগাঁয়ে দুই মাদক কারবারি গ্রেফতার

0

বাংলাদেশ থেকে নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আষাঢ়িয়ার চর এলাকায় মেসার্স বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ২১ হাজার ৩শ’ ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১। এ বিষয়ে র্যাব-১১’র স্কোয়াড্রন লীডার একেএম মুনিরুল আলম বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে বুধবার অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃরা হলো- মোঃ সেলিম উদ্দীন (৪৪) ও ছোহরা খাতুন (৬০)। এ সময় তাদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের ২ হাজার ৪শ’ ৫০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। র্যাব জানায়, গ্রেফতারকৃত মোঃ সেলিম উদ্দীন চট্টগ্রামের চান্দগাঁয়ের চকবাজার সিরাজ কলোনীর ১০ কেবি আমান আলী রোডের বাসিন্দা কবির আহম্মেদের ছেলে ও ছোহরা খাতুন কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫নং ক্যাম্পের বাসিন্দা মৃত মুজাহারের স্ত্রী। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Share.