শুক্রবার, ডিসেম্বর ২৭

ইয়াবা ও বিদেশি পিস্তলসহ ধরা পড়ায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

0

ঢাকা অফিস: ইয়াবা ও বিদেশি পিস্তলসহ ধরা পড়ার পর কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মোতালেব ফরহাদকে (২৪) বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাতে টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার (৪ ডিসেম্বর) হ্নীলা ইউনিয়নের লেদা স্পোর্টিং ক্লাব থেকে ৬০ হাজার পিস ইয়াবা ও বিদেশি পিস্তলসহ ফরহাদকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যায় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। সুলতান মাহমুদ বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিবির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে, ফরহাদকে ইয়াবা ও পিস্তলসহ আটক করা হয়েছে। সংগঠনের নীতি বহির্ভূত এ ধরনের কাজের সঙ্গে জড়িত থাকায় আমরা তাকে বহিষ্কার করেছি।’

Share.