ইয়েমেনে বিমান হামলা বাড়িয়েছে সৌদি আরব

0

ডেস্ক রিপোর্ট: যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন আরব জোট বিমান হামলা বাড়িয়েছে। সৌদি আরব ইয়েমেনের রাজধানী সানা এবং হুদাইদাহ প্রদেশের সালিফ বন্দরে হামলা চালিয়েছে।ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, গতকাল সৌদি বিমান সানা প্রদেশের আন-নাহদিন, আন-নাহদা, সানাহান ও আল-হাপফা এলাকায় ১১ দফা হামলা চালায়। এছাড়া, সানা আন্তর্জাতিক বিমানবন্দরেও দুই দফা হামলা চালায়।সৌদি আরব গতকাল দাবি করেছে, তারা ইয়েমেনের হুথি সামরিক বাহিনীর একটি ওয়ার্কশপ ধ্বংস করেছে যেখানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন অ্যাসেম্বল করা হতো। সৌদি সরকার বলছে, ইয়েমেনের সামরিক সক্ষমতা নস্যাৎ করতে এই হামলা চালানো হয়েছে। এসব হামলায় ইয়েমেনের খাদ্যগুদমাও ধ্বংস হয়েছে।এর আগে, ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেন, রিয়াদ সরকার সামরিক আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত সৌদি আরবের গভীরে বিভিন্ন অর্থনৈতিক স্থাপনায় হামলা অব্যাহত থাকবে।হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করার পর সৌদি জোট ২০১৫ সালের মার্চ মাস থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। সেই থেকে ইয়েমেনে অচল অবস্থা সৃষ্টি হয়েছে। নির্বিচারে বোমা হমলার জন্য সৌদি আরব আন্তর্জাতিক সমালোচনার মুখোমুখী হয়েছে।জাতিসংঘ ইয়েমেনের পরিস্থিতিকে বিশ্বের সর্বোচ্চ মানবিক সঙ্কট হিসেবে বর্ণনা করেছে। যুদ্ধের কারণে দরিদ্রতা বৃদ্ধিসহ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে ইয়েমেন। এই যুদ্ধে ১২ হাজারের বেশি বেসামরিক নাগরিকসহ ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ।

Share.