ইয়েমেনে হুতি হামলার পাল্টা অভিযান সৌদি জোটের

0

ডেস্ক রিপোর্ট: সৌদির তেল স্থাপনাগুলোতে হামলা বন্ধ ও বিশ্বের জ্বালানি উৎসগুলো রক্ষা করতে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী ইয়েমেনে সামরিক অভিযান শুরু করেছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে। জোট বাহিনী জানিয়েছে, শনিবার ভোররাতে তারা হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানা ও লোহিত সাগর তীরবর্তী বন্দরশহর হোদেইদাহে বিমান হামলা চালিয়েছে। ‘বিশ্বের জ্বালানি উৎসগুলো রক্ষা ও সরবরাহ চেইন নিশ্চিত করা’ তাদের লক্ষ্য এবং এ লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে সৌদি জোট, খবর বার্তা সংস্থা রয়টার্সের। ইয়েমেনের হুতিরা জানিয়েছে, তারা শুক্রবার সৌদি আরবের জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, বিশ্বের অন্যতম বৃহত্তম তেল কোম্পানি আরামকোর জেদ্দার একটি পেট্রলিয়াম বিতরণ স্টেশন হামলা হয়েছে, এতে দুটি স্টোরেজ ট্যাংকে আগুন ধরে গেলেও কেউ হতাহত হয়নি পরে জোট বাহিনী জানায়, তারা হোদেইদাহের তেল স্থাপনা থেকে সৌদি আরবে হামলার উদ্দেশ্যে পাঠানো দুটি ড্রোন ইয়েমেনের আকাশেই ধ্বংস করে দিয়েছে।

Share.