বুধবার, জানুয়ারী ২২

ঈদুল আজহা ১০ জুলাই

0

ঢাকা অফিস: বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১০ জুলাই (রবিবার) দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। জিলহজ মাসের ১০ তারিখ ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল আজহা উদযাপন করেন। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৯ জুলাই (১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হবে। হজ অনুষ্ঠিত হবে ৮ জুলাই। তবে বাংলাদেশের মতো এশিয়ার কয়েকটি দেশ ও একটি স্বায়ত্বশাসিত অঞ্চলও আগামী ১০ জুলাই ঈদুল আজহা পালন করবে। এসব দেশ হলো—মালয়েশিয়া, জাপান, ইন্দোনেশিয়া, ব্রুনাই এবং স্বায়ত্বশাসিত অঞ্চল হংকং।

 

Share.