ঢাকা অফিস: মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে কোরবানির ঈদের ছুটিতে শুধু সরকারি চাকরিজীবী নয়, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদেরও কর্মস্থলে অবস্থানের নির্দেশ দিয়েছে সরকার। এ বিষয়ে গতকাল সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করেছে। তাতে বলা হয়, “করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার দিন দিন বৃদ্ধি পাওয়ায় ঈদুল আজহার সময় উক্ত সংক্রমণের বিস্তাররোধে সকল সরকারি/বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ঈদের সরকারি বা ঐচ্ছিক ছুটিতে আবশ্যিকভাবে কর্মস্থলে অবস্থানের জন্য নির্দেশনা প্রদান করা হল।”করোনাভাইরাস মহামারীর মধ্যে কোরবানির ঈদের ছুটি বাড়ানো হবে না বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সোমবারই জানিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, “ঈদের সময় যে তিন দিন ছুটি আছে এই ছুটি আর বর্ধিত হবে না। যে যেখানে থাকবেন, যার যেখানে কর্মস্থাল তিনি তার হেডকোয়ার্টার ত্যাগ করতে পারবেন না।”জিলহজ মাসের চাঁদ দেখা অনুযায়ী এবার আগামী ৩১ জুলাই বা ১ অগাস্ট কোরবানির ঈদ হবে। ১ অগাস্ট ঈদ হবে ধরে নিয়ে ৩১ জুলাই, ১ ও ২ অগাস্ট ঈদের ছুটি নির্ধারণ করা আছে। ঈদ ৩১ জুলাই হলে ৩০ জুলাইও সরকারি ছুটি থাকবে, সেক্ষেত্রে ঈদের ছুটি হবে চার দিন।
ঈদের ছুটিতে বেসরকারি চাকরিজীবীদেরও কর্মস্থলে থাকার নির্দেশ
0
Share.