ঢাকা অফিস: শেষ হচ্ছে ঈদের ছুটি। সোমবার থেকে খোলা হচ্ছে সরকারি অফিস আদালত, ব্যাংক, বীমাসহ আর্থিক প্রতিষ্ঠান। কাজে যোগ দিতে ঈদের ছুটি কাটিয়ে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। রোববার রাজধানীর গুলিস্তান, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে এমনটাই দেখা গেছে। এদিকে ভোর থেকেই সড়ক ও রেলপথে যাত্রীদের ঢাকায় ফিরতে দেখা যায়। কমলাপুর রেলস্টেশনে সকাল থেকেই ছিল যাত্রীর চাপ। এছাড়া ঈদের সময়ে যাদেরকে ডিউটি করতে হয়েছে তারা অনেকেই এখন গ্রামের বাড়ির উদ্দেশ্যে ছুটছেন। যানজট না থাকায় নির্ধারিত সময়েই রাজধানীতে ফিরেছে বাসগুলো। তবে, বাড়তি ভাড়া নিয়ে অভিযোগ করেছেন যাত্রীরা। তারা জানান, ঈদ বকশিশের কথা বলে বাড়তি টাকা আদায় করেছে বাসগুলো। তবে অনেকেই বলেন, ছুটি এখনো একদিন বাকি আছে। তবে পহেলা বৈশাখ ঢাকায় উদযাপন করার ইচ্ছার কারণে আগেই ফিরলাম। এছাড়া আগামীকাল থেকে ঢাকা ফেরার চাপ বাড়বে। তখন যানজট ও ভোগান্তি হবে। তাই সবকিছু চিন্তা করে একদিন আগে চলে এলাম। নির্বিঘ্ন ঈদযাত্রার পরেও যাত্রীদের অভিযোগ ছিল বাড়তি ভাড়া আদায়ের।
ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন মানুষ
0
Share.