স্পোর্টস ডেস্ক: চিকিৎসার জন্য ঈদের আগেই লন্ডনে পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তবে এবারের ঈদ দেশের বাইরে উদযাপন করেননি এই বাঁহাতি। ঈদুল আজহার দিন সকালেই বাংলাদেশে পা রাখেন তিনি।তামিমকে চিকিৎসকদের শরণাপন্ন হতে হচ্ছিল কয়েকদিন ধরেই। করোনার কারণে খেলাধুলা নেই মাঠে, এখনো পুরোদমে শুরু হয়নি অনুশীলনও। তাই ঘরেই পরিবারের সাথে সময় কাটছিল টাইগার কাপ্তানের। পেটের তীব্র ব্যথায় এই করোনাকালেই বেশ কয়েকবার কাবু হয়ে পড়েছিলেন। দেশের চিকিৎসকরা বুঝতে পারেননি, ঠিক কী কারণে তামিমের পরিপাকতন্ত্রের এই জটিলতা।আর তাই চিকিৎসার জন্য তামিমকে চড়তে হয় ইংল্যান্ডের বিমানে। লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নেবেন বাঁহাতি ওপেনার। যদিও এখনো চিকিৎসা গ্রহণ শুরু হয়নি। ইংল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরা তামের বেশ কিছু পরীক্ষা করিয়েছেন। কয়েকদিন পর হাতে আসবে সেসব পরীক্ষার রিপোর্ট।সেই রিপোর্ট দেখেই চিকিৎসকরা তামিমকে দেবেন পথ্য। আর তাই তামিম ঈদের আগেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন। ইমেইলে চিকিৎসকদের বাতলে দেওয়া চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে সম্ভব হলে হয়ত চিকিৎসার জন্য আর ইংল্যান্ডে যাবেন না তামিম।
ঈদের দিন দেশে ফিরেছেন তামিম
0
Share.