ঢাকা অফিস:পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনেও ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। আজ মঙ্গলবারও (৩১ মার্চ) গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নিজ বাড়িতে বিএনপি নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।এদিনও তার বাড়িতে দেখা গেছে অসংখ্য মানুষের ভিড়। শুধু প্রাপ্তবয়স্ক কিংবা তরুণরা নয়, তার সঙ্গে কুশল বিনিময় করতে আসে ছোট বাচ্চারাও। তাদেরও পরম মমতায় আলিঙ্গন করেন কাদের গনি চৌধুরী। এভাবেই সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন এই সাংবাদিক নেতা। এর আগে, গতকাল পবিত্র ঈদুল ফিতরের দিনেও ঈদের নামাজ শেষে গ্রামের বাড়িতে দিনব্যাপী স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। শোনেন তাদের কথা। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কাদের গনি বলেন, বাংলাদেশ আজ স্বৈরাচারীর শৃঙ্খল থেকে মুক্ত। ছাত্রজনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার পালিয়েছে। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, যেন ফ্যাসিস্টরা আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।সতেরো বছর ধরে বাংলাদেশের নির্যাতিত জনগণ মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করতে পারেনি জানিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আরও বলেন, আমরা চাই বাংলাদেশ থেকে আজীবনের জন্য ফ্যাসিবাদ দূর হয়ে যাক। ফ্যাসিবাদ যেন বাংলার মাটিতে আর কখনো স্থান না পায়।
ঈদের দ্বিতীয় দিনেও কাদের গনি চৌধুরীর বিস্তৃত গণসংযোগ ও শুভেচ্ছা আদান-প্রদান
0
Share.