ঢাকা অফিস: ঈদের দ্বিতীয় দিন (বুধবার) ১৪ জেলায় সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে মাদারীপুরে তিনজন, রংপুরে পাঁচজন, চাঁদপুরে একজন, পঞ্চগড়ে তিনজন, ঝালকাঠিতে দুজন, চট্টগ্রামে দুজন, কু্ষ্টিয়ায় দুজন, পাবনায় একজন, ময়মনসিংহে একজন, টাঙ্গাইলে একজন, রাজবাড়িতে একজন, যশোরে দুজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন ও কক্সবাজারে একজন নিহত হয়েছেন। বুধবার দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর-
মাদারীপুর ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার মোল্লাকান্দি এলাকায় বাসের চাপায় অটোভ্যানের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এসময় ঢাকাগামী চাপা দেয়া ‘আমানত শাহ’ বাসটি খাদে পড়ে যায়। এতে আহত হয় আরো অন্তত ছয় যাত্রী। রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন। নিহতরা হলেন- রাজৈর উপজেলার নড়ারকান্দি গ্রামের শাজাহান শেখের ছেলে আমির শেখ (৩৫), দুর্গাবর্দ্দি গ্রামের মজিদ তপাদারের ছেলে শান্ত তপাদার (২৩) ও আমগ্রাম ইউনিয়নের তেলিকান্দি গ্রামের অটোভ্যানচালক নূরনবী (৪০)।
রংপুর রংপুর সদরের পাগলাপীর শলেয়াশা বাজার এলাকায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর শলেয়াশা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি খাড়ুয়াবাধা গ্রামের আমজাদ হোসেন (৫০), ইকরচালীর দোহাজারী ছুটহাজীপুর গ্রামের সিএনজিচালক ছেয়াদুল ইসলাম ছোপড়া (৩৭) ও নাজমা বেগম (৩৫)। বাকি দুইজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি থানার উপ-পরিদর্শক ফিরোজ আলী।
চাঁদপুর চাঁদপুরে সহপাঠীদের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে গিয়ে অটোরিকশাযোগে ঘুরতে বেরিয়ে ছিটকে রাস্তায় পড়ে ফারিয়া আক্তার নামে এক স্কুলছাত্রী মারা গেছে। বুধবার চিকিৎসাধীন অবস্থায় সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। নিহত ফারিয়া আমিরাবাজ জিকো উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। সে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের মনহরখাদী গ্রামের মৃত নুরুল ইসলামের মেয়ে। মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া এ খবর নিশ্চিত করেন।
পঞ্চগড় ঈদে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে লাশ হলো তিন কিশোর। বিকালে পঞ্চগড় সদর উপজেলার পুকুরীডাঙ্গা বালুরঘাট এলাকায় এক দুর্ঘটনায় তারা প্রাণ হারায়। নিহতরা সম্পর্কে প্রতিবেশী চাচাতো ভাই হয় বলে জানা গেছে। তারা হলো- সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জিয়াবাড়ি সর্দারপাড়া এলাকার পয়গাম আলীর ছেলে নতুন ইসলাম (১৮), একই এলাকার তারেক বিল্লাহর ছেলে মাহবুবার রহমান শিশির (১৮) ও আব্বাস আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (১৭)। পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা সড়ক দুর্ঘটনায় ওই তিন কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঝালকাঠি বরিশাল-পটুয়াখালী মহাসড়কে স্থানীয় থ্রি-হুইলার আলফা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী এক যুবক। মঙ্গলবার রাত ১২টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকরা হচ্ছেন- বরিশাল শহরের ২৯ নম্বর ওয়ার্ডের শাহপরান সড়কের বাসিন্দা শাজাহান মৃধার ছেলে নীরব (২৫) এবং একই এলাকার নাছির হাওলাদারের ছেলে লিমন (২০)। আহত যুবকের নাম সুমন। এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন বরিশাল শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম।
চট্টগ্রাম চট্টগ্রামের মিরসরাইয়ে স্বাধীন বাংলা পরিবহনের একটি বাস ৪০ জন যাত্রী নিয়ে উল্টে পড়েছে। এত দুজন নিহত ও একজন আহত হন। বেলা সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় দারোগারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-চট্টগ্রামের পটিয়া উপজেলার মোজাফপাড়া এলাকার স্বপন আচার্যের ছেলে শান্ত আচার্য (২৩) এবং কুমিল্লার রায়পুর উপজেলার ফয়সাল হোসেন (২২)। দুর্ঘটনায় মোস্তফা নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হন। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বিপ্লব চন্দ্র নাহা বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করি। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে।
কুষ্টিয়া কুষ্টিয়ার খোকসায় পিকআপভ্যান ও মাহেন্দ্র গাড়ির সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। সেই সাথে আহত হয়েছেন আরও চারজন। দুপুর ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাইকপাড়া মির্জাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন – পাংশা উপজেলার ফলিপুর এলাকার রেজাউল মন্ডলের ছেলে ফিরোজ মন্ডল (২৫) ও তার ছোট ভাই। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, পিকআপ ভ্যান ও মাহেন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছে। পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও ড্রাইভার পালিয়ে গেছে।
পাবনা ঈদে পাবনার সুজানগরে নানা বাড়ি বেড়াতে যাওয়ার পথে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আবু তালহা তেহমী (০৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দুপুর ১২টার দিকে নাজিরগঞ্জ-সুজানগর সড়কের সাতবাড়িয়া ইউনিয়নের কুড়িপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তালহা তেহমী রাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও নাজিরগঞ্জ ইউনিয়নের হাটমালিফা গ্রামের হেলাল উদ্দিনের সন্তান। সে স্থানীয় মালিফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিল। এ ঘটনায় তেহেরীর সঙ্গে থাকা তার আপন বড় ভাই মালিফা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মো. তোহা ও মোটরসাইকেল চালক চাচাতো ভাই এইচএসসি পরীক্ষার্থী মো. মামুনকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে পাবনা সদর হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে পরে তাদের দুজনকে ঢাকা নিয়ে যাওয়া হয়। সুজানগর থানার ওসি আব্দুল হাননান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ময়মনসিংহ ময়মনসিংহের ত্রিশালে এক সড়ক দুর্ঘটনায় তানিম (১০) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত তামিম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা গ্রামের সাইদুল শাহের ছেলে। সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শেরপুরগামী বৈশাখী তানজিম পরিবহন উপজেলার নুরুর দোকান নামক স্থানে চাকা ফেটে যায়। এতে ওই বাসের জানালা দিয়ে একটি শিশু ছিটকে পড়ে যায়। শিশুটির শরীর ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ত্রিশাল থানার উপপরিদর্শক মতিউর রহমান। বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী বৈশাখী তানজিম পরিবহনের পেছনের চাকা ফেটে যায়। চাকার উপরের সিটে বসে থাকা ১০ বছরের শিশুটি জানালা দিয়ে ছিটকে পড়ে নিহত হয়।
টাঙ্গাইল টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল চাপায় পড়ে হাজেরা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সকাল ১০টার দিকে উপজেলার গারোবাজারে এমন ঘটনা ঘটেছে। নিহত হাজেরা বেগম দক্ষিণ মহিষমারা গ্রামের জনৈক হযরত আলীর স্ত্রী। উপজেলার মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মো. মোতালেব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাজবাড়ি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর কালুখালী উপজেলার চাঁদপুর রেলক্রসিং এলাকায় পিকআপ উল্টে খাদে পড়ে গিয়ে শাওন শেখ (৪০) নামে এক পিকআপের হেলপার নিহত হয়েছেন। সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের চাঁদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাওন রাজবাড়ী শহরের সজনকান্দা এলাকার মৃত দারোগ আলীর ছেলে। এ বিষয়ে পাংশা হাইওয়ে থানার সাব-ইনসপেক্টর জুয়েল রানা জানান, পিকআপটি থানায় আটকে রাখা হয়েছে।
যশোর যশোরের চৌগাছা উপজেলায় বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। সন্ধ্যায় উপজেলার ইলিশমারী এলাকায় চৌগাছা-বিদ্যাধরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন- শাহিনুর রহমান (২২) ও সাগর হোসেন (১৮)। শাহিনুর রহমান যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের সাহেব আলীর ছেলে ও সাগর হোসেন একই গ্রামের বাবর আলীর ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন এক শিশুসহ দুজন। নিহত যাত্রীর নাম জাহারা বেগম (৪০)। তিনি ইসলামাবাদ গ্রামের রজব আলীর স্ত্রী। সকালে এ ঘটনা ঘটেছে। এদিকে এই সময়ে একই এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু ঘটনার সত্যতা নিশ্চিত করেন। কক্সবাজার কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাস খাদে পড়ে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন অন্তত পাঁচজন। চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, সকালে উপজেলার চকরিয়া সরকারি ডিগ্রি কলেজের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত শারমিন আক্তার (২৩) নারায়ণগঞ্জ জেলার হৃদয়ের স্ত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের মধ্যে দুইজনতে ওই হাসপাতালে এবং বাকিদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।