ঈদে ছুটি চার দিন করার দাবি বিএফইউজে ও ডিইউজের

0

ঢাকা অফিস: সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীদের জন্য পবিত্র ঈদুল আজহায় ছুটি চারদিন করার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। রবিবার (২৫ জুন) বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এবং ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান। ঢাকা সাংবাদিক ইউনিয়নের দফতর সম্পাদক আমানউল্লাহ আমান এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন। যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, উৎসব উদযাপনে ছুটি পাওয়ার বিষয়টি সকলের আইনগত ও নৈতিক অধিকার। সাংবাদিক ও সংবাদকর্মীরা ন্যায্য ছুটি থেকে বরাবরই বঞ্চিত। গত ঈদুল ফিতরের সময় সরকার একদিন ছুটি বাড়ালেও সাংবাদিকরা বর্ধিত সেই ছুটি ভোগ করতে পারেননি। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহার ছুটি সরকার একদিন বাড়ালেও সংবাদমাধ্যমের মালিকরা তার তোয়াক্কা করেননি। এই পরিস্থিতিতে মালিক, সাংবাদিক ও সংবাদকর্মীদের সম্পর্কে চিড় ধরবে। বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, দেশের বিদ্যমান আইন অনুযায়ী অন্যান্য পেশার মতো সাংবাদিকরাও ন্যায্য ছুটি পাওয়ার দাবি রাখেন। এ ব্যাপারে পত্রিকা মালিকদের সংগঠন নোয়াব ও বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন এটকোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান বিএফইউজে ও ডিইউজের নেতৃবৃন্দ।

Share.