ঈদে নাগরিক টিভিতে শাকিবের ২২ ছবি

0

ডেস্ক রিপোর্ট: দরজায় কড়া নাড়ছে আরেকটি ঈদ। করোনা ও লকডাউনের কারণে এ বছরের রোজার ঈদে সকলেই ছিলেন ঘরবন্দি। লকডাউন কিছুটা শিথিল হলেও করোনার ঝুঁকি একটুও কমেনি। তাই আসন্ন কোরবানির ঈদেও বেশিরভাগ মানুষ বাড়িতে তাদের পরিবারের সঙ্গেই ঈদের আনন্দ উপভোগ করবেন।তাহলে ঈদ বিনোদনের কী হবে, যেহেতু এখনো প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির অনুমতি মেলেনি। সেক্ষেত্রে ভরসা টেলিভিশন চ্যানেল। আর ঈদ উৎসবে টিভি বিনোদনের অন্যতম উৎস বাংলা সিনেমা। সেদিকে লক্ষ্য রেখেই এবারের ঈদে ঘরবন্দি মানুষদের ধারাবাহিক বিনোদন দিতে বড় পদক্ষেপ নিয়েছে নাগরিক টিভি কর্তৃপক্ষ।চ্যানেলটির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু জানান, আসন্ন কোরবানির ঈদে তারা সুপারস্টার নায়ক শাকিব খানের ২২টি সিনেমা প্রচার করবে। সেসব সিনেমা দেখা যাবে ঈদের দিন থেকে শুরু করে সপ্তম দিন পর্যন্ত সকাল ৯টা, দুপুর ১২টা, বিকাল তিনটা, সন্ধ্যা ছয়টা এবং রাত ১২টা ২৫ মিনিটে।বাবু আরও বলেন, ‘নাগরিক টেলিভিশন সবসময় দর্শক চাহিদার দিকে বিশেষ লক্ষ্য রেখে অনুষ্ঠান সাজায়। বিশেষ দিবসেও আমরা সেই চেষ্টা করি। এ জন্যই এবারের ঈদে শাকিব খানের একাধিক সুপারহিট সিনেমা প্রচারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আশা করি, আমাদের এই আয়োজন দর্শকদের কাছে উপভোগ্য হবে।’

প্রচারের তালিকায় শাকিবের যে ২২ সিনেমা:  স্বপ্নের বাসর, ফুল নেব না অশ্রু নেব, স্বামী-স্ত্রীর যুদ্ধ, মা আমার স্বর্গ, আমার প্রাণের প্রিয়া, স্বামীর সংসার, টাকার চেয়ে প্রেম বড়, জমজ, তুমি স্বপ্ন তুমি সাধনা, তোমার জন্য মরতে পারি, মন যেখানে হৃদয় সেখানে, মায়ের হাতে বেহেশতের চাবি, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, সন্তান আমার অহংকার, তুমি আমার মনের মানুষ, বলবো কথা বাসর ঘরে, রাজা বাবু, লাভ ম্যারেজ, খোদার পরে মা, সবার উপরে তুমি এবং পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-১।

Share.